• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘জঙ্গি আস্তানা’ থেকে বোমাসহ আটক ৭


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১০:৪৯ এএম
‘জঙ্গি আস্তানা’ থেকে বোমাসহ আটক ৭
ছবি: সংগৃহীত

নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীসহ সাতজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত থেকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বোমাসদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, অভিযানে দুই নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া যায়। তারা হলেন অহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, নুর আমিন ও ওয়াহেদ আলী। তাদের বাড়ি মাঝাপাড়া গ্রামের কুঠিহারা এলাকায়।

রংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল এবং ঢাকা থেকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক-অপারেশনস ঘটনাস্থলে এসেছেন। রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!